চিফ একাউন্টস এন্ড ফিন্যান্স অফিসার এর কার্যালয়

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়

অফিস প্রধান

আ. ন. ম. শহীদুর রহমান
চিফ একাউন্টস এন্ড ফিন্যান্স (সিএএফও)
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ে

আ. ন. ম. শহীদুর রহমান ০৩ জুন ২০২৪ তারিখে চিফ একাউন্টস এন্ড ফিন্যান্স (সিএএফও) হিসেবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ে যোগদান করেন। এই কার্যালয়ে যোগদানের পূর্বে তিনি চিফ একাউন্টস এন্ড ফিন্যান্স (সিএএফও), জনপ্রশাসন মন্ত্রণালয় হিসেবে কাজ করেছেন। এছাড়াও বাংলাদেশ রেলওয়ে হিসাব বিভাগে উপপরিচালক/বাজেট হিসেবে কর্মরত থেকে বাংলাদেশ রেলওয়ের পরিচালন বাজেট প্রস্তুতকরণ ও বাস্তবায়নের সাথে ২ বছরের অধিক সময় প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন। এছাড়া তিনি স্থানীয় ও রাজস্ব অডিট অধিদপ্তরে রাজস্ব অডিটের উপরিচালক হিসেবে এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা (সিএও) হিসেবে কাজ করেন। চাকুরী জীবনের শুরুতে তিনি প্রতিরক্ষা অর্থ বিভাগের সিনিয়র ফাইন্যান্স কন্ট্রোলার (নৌবাহিনী) এর দপ্তরে ৩ বছরের অধিক সময়ে কাজ করেছেন।

আ. ন. ম. শহীদুর রহমান ২৭তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ২০০৮ সালের নভেম্বর মাসে অডিট এন্ড একাউন্টস বিভাগে সহকারী হিসাব মহানিয়ন্ত্রক (এএজি) হিসেবে কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল (সিএজি) এর কার্যালয়, অডিট ভবন, ঢাকাতে যোগদান করেন।

আ. ন. ম. শহীদুর রহমান নড়াইল জেলার লোহাগড়া উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের সরম্নশুনা গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ১৯৮১ সালে জন্মগ্রহণ করেন। তার পিতা মরহুম মন্সী তবিবুর রহমান ও মাতা মোসাঃ শাহীনূর খানম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক ছিলেন। তিনি লক্ষীপাশা আদর্শ বিদ্যালয় হতে ১৯৯৬ সালে এস. এস. সি. ও যশোর ক্যান্টনমেন্ট কলেজ হতে ১৯৯৮ সালে এইচ. এস. সি. পরীক্ষায় উত্তীর্ণ হন। এরপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ হতে বিএসসি (সম্মান) ও এমএস ডিগ্রি লাভ করেন। পরবর্তীতে ২০১৪ সালে জাপানের ন্যাশনাল গ্রাজুয়েট রিসার্স ইন্সটিটিউট ফর পলিসি স্ট্যাডিস (GRIPS) থেকে পাবলিক পলিসি (Major in Macroeconomics) বিষয়ে এমএস ডিগ্রি লাভ করেন।

আ. ন. ম. শহীদুর রহমান একজন ভ্যাট কনসালটেন্ট ও প্রশিক্ষক হিসেবে ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট একাডেমী (ফিমা)’য় নিয়মিত ক্লাস নিয়ে থাকেন। তিনি iBAS++ ও BACS (Budget and Accounting Classification) এর মাস্টার ট্রেইনার ও বাজেট ম্যানেজমেন্ট স্পেশালিষ্ট হিসেবে ক্লাস নিয়ে থাকেন।

তিনি বিসিএসঃ অডিট এন্ড একাউন্টস এসোসিয়েশন এর দপ্তর সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বর্তমানে শাহজাহানপুর গভঃ অফিসার্স কলোনীর সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

ব্যাক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং দুই ছেলের জনক। তার স্ত্রীও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ছাত্রী ছিলেন এবং বর্তমানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষতা করছেন।

হিসাব মহানিয়ন্ত্রক

জনাব কামরুন নাহার
হিসাব মহানিয়ন্ত্রক (সিজিএ)
বিস্তারিত

অফিস প্রধান

জনাব আ. ন. ম. শহীদুর রহমান
চিফ একাউন্টস এন্ড ফিন্যান্স অফিসার
বিস্তারিত